দুমকীতে সাধারণ শিক্ষার্থীদের ওপর আ'লীগের হামলা, আহত-৩০

পটুয়াখালী
  © টিবিএম

বৈষম্য বিরোধী আন্দোলন 'কমপ্লিট শাটডাউন' সফল করতে পটুয়াখালীর দুমকী উপজেলার বোর্ড অফিস বাজার এলাকায় আজিজ আহম্মেদ কলেজ, জয়গুন নেসা মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থীরা বাউফল-দুমকী মহাসড়ক অবরোধ করলে আ'লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে উভয় পক্ষের অন্তত ২৫/৩০ জন আহত হয়েছে। আহতেরা বিভিন্ন ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসাসহ হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার(১৮ জুলাই) সকাল ১০ টায় উপজেলার জয়গুন নেসা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করলে তাতে বাঁধা দেয় স্থানীয় আ'লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এবং বিক্ষোভ মিছিল না করার জন্য অনুরোধ করা হয়। কিন্তু এ বাঁধা উপেক্ষা করে পরে সকাল সাড়ে ১০টায় বিক্ষোভ মিছিল নিয়ে ব্রিজের পশ্চিম পাড়ে বাউফল-দুমকী মহাসড়কে এলে সেখানে এসে বাঁধা দেয় আ'লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

একপর্যায়ে উপজেলা শহর থেকে আ'লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় উভয় পক্ষের সংঘর্ষে প্রায় ঘন্টাখানেক সময় রণক্ষেত্রে পরিনত হয় ওই এলাকা। এতে উভয় পক্ষে অন্তত ২৫/৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের মধ্যে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মো: হাসান শিকদার, মুরাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: ফারুক হোসেন ছাড়া আর কারো নাম ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি।