গলাচিপায় গাছ উপড়ে পড়ে অসহায় পরিবারের একমাত্র মাথা গোজার ঠাঁই ঘরটি ভেঙে গেছে
- আরেফিন লিমন গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি;
- প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০৭:১৩ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৪, ০৭:১৩ PM
গলাচিপায় গাছ উপড়ে পড়ে ভেঙে গেছে মনিরা বেগম (৪৫) এর মাথা গোছার একমাত্র ঠাঁই ঘরটি। ঘটনাটি ঘটেছে গলাচিপা পৌরসভার ৩ নং ওয়ার্ডের শান্তিবাগ এলাকায়। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় একটি বড় রেইনট্রি গাছ তার ঘরটির উপর পড়ে। এতে ২ জন আহত হয়েছে। সহায় সম্বল হারানো পরিবারটি পরের বেলা কি খাবে সেটাও তারা জানে না।
জানা গেছে, প্রায় ৬-৭ বছর আগে সরকারের পক্ষ থেকে অসহায় পরিবারটিকে ঘর তুলে দেয়া হয়। মনিরা বেগমের স্বামী মোস্তফা হাওলাদার প্রায় ২ বছর আগে বজ্রপাতে মারা গেছে। স্বামী হারা মনিরা দুই মেয়ে, এক ছেলে ও নাতি নিয়ে ওই ঘরে থাকতেন। মনিরা বেগমের মানুষের বাসায় কাজ করে সংসার চালান। ছোট মেয়ে চাঁদনি এইচএসসি পাশ করেছে এবং ছেলে সাজিদ ৬ষ্ট শ্রেণির শিক্ষার্থী। মাথা গোজার একমাত্র ঠাঁই হারিয়ে এখন নিঃস্ব পরিবারটি।
মনিরা বেগম কান্নাজড়িত কন্ঠে জানান, রাতে ঘরের উপর গাছটি পড়ে। পরে আশে পাশের মানুষ টিন খুলে আমাদের বের করে। এতে আমি ও নাতি আহত হয়েছি। ঘরটির উপর গাছ পড়ে আমার সব সম্বল শেষ হয়ে গেছে। পরিবার নিয়ে এখন কই যাবো জানি না। এর চেয়ে মৃত্যু হলেও ভালো হতো। গলাচিপা পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলার মো: শাহবু্িদ্দন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিবারটি একদম অসহায়। সরকারের পক্ষ থেকে মাথা গোজার ব্যবস্থা করে দিয়েছিল। পরিবারের উপার্জন করার মতো কেউ নাই। মেয়র আহসানুল হক তুহিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি পরিবারটিকে সহযোগিতা করার আশ্বাস দেন।