অভিনব পদ্ধতিতে কাভার্ডভ্যানে গরু চুরি, আটক ১
- আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ
- প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০৮:৫৯ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৪, ০৮:৫৯ PM
অভিনব পদ্ধতিতে কাভার্ডভ্যানে করে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় তারাগঞ্জ থানা পুলিশ একজন গরু চোরকে আটক করেছে ও ৫টি গরু উদ্ধার করে এবং একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে। রবিবার (১৮ আগষ্ট) সকাল ৫.৩০ মিনিটে তারাগঞ্জ উপজেলার খিয়ারজুম্মা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ওই চালকের সঙ্গে থাকা ৩ সহযোগী চোর পালিয়ে যায়।
আটককৃত ব্যক্তি হলেন, তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের ছুট লক্ষীপুর এলাকার মৃতঃ আনসার আলী ছেলে কাভার্ডভ্যান চালক মোঃ শফিকুল ইসলাম (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, বীরগঞ্জ থানার সাহেবগঞ্জ এলাকার শামীম ইসলামের ১টি , একই এলাকার শহিদুল ইসলামের ৩টি ও আব্দুর রশিদের ১টি গরু চুরি করে ঢাকা মেট্রো ম ৫৪-০৫৮৮ কাভার্ড ভ্যানে তুলে তারাগঞ্জের খিয়ারজুম্মা এলাকায় পৌঁছালে দূরপাল্লার একটি নৈশ কোচের সাথে ধাক্কা লেগে কাভার্ড ভ্যানের দরজা খুলে যায়। এরপর স্থানীয় লোকজনের সন্দেহ হলে পুলিশকে খবর জানায়। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির বিষয়টি নিশ্চিত হয়ে চালককে আটক করে।
বীরগঞ্জ থানায় এ ঘটনায় একটি গরু চুরির মামলা (৬ নং - ১৮.০৮.২৪) হয়েছে বলে জানিয়েছেন বীরগঞ্জ থানা পুলিশ। এছাড়াও তারাগঞ্জ থানার ওসি তদন্ত জহুরুল ইসলাম জানান, টহল টিম খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চোরাই গরু, চোর ও কাভার্ড ভ্যান উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাস্থল বীরগঞ্জ হওয়ায় সেখানে মামলা হয়েছে ও আসামী, গরু ও মালামাল ওই থানার আয়ু এস আই মমিনুলের কাছে বিধি মোতাবেক হস্তান্তর করা হয়েছে।