রাজনৈতিক অস্থিরতায় রেস্তোরাঁ ব্যবসায় ধস

বগুড়া
  © সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বগুড়া শহরের অবস্থা এখনও থমথমে। ধস নেমেছে হোটেল, রেস্তোরাঁ ও ফুড কোর্টের ব্যবসায়। এ কারণে লোকসানে শহরের শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। এ অবস্থায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি ব্যবসায়ীদের।

সরেজমিনে দেখা যায়, শহরের হোটেল-রেস্তোঁরাগুলো বেশিরভাগ সময় থাকছে ফাঁকা। অথচ এক মাস আগেও বগুড়ার হোটেল-রেস্তোঁরা ও ফুটকোডগুলো দিন-রাত ক্রেতা সমাগমে ভরপুর থাকতো। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক অস্থিরতায় এখন চিত্র একদমই ভিন্ন।

ব্যবসায়ীরা জানান, গত এক মাসে তাদের বিক্রি অন্ততপক্ষে ৭০ শতাংশ কমে গেছে। এতে শহরের হোটেল-রেস্তোঁরাগুলোতে লোকসান হয়েছে প্রায় ১০ কোটি টাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসলেও ক্রেতার দেখা মিলছে না। এমনকি বকেয়া আছে কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিলসহ অন্যান্য খরচ।

ব্যবসায়ীরা আরও জানান, হোটেল কর্মচারীদের বেতন দেয়াটা খুবই মুশকিল হয়ে গেছে। তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করাও দুর্বিষহ হয়ে পড়েছে। এখন ব্যবসা করাই কঠিন।

হোটেল কর্মচারীরা জানান, ব্যবসা খারাপ যাওয়ায় আমরা মালিকের কাছ থেকে বেতন কিস্তিতে নিচ্ছি। আশা করছি এই কঠিন অবস্থা আমরা কাটিয়ে উঠবো।

ট্যাক্স কমানোর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের কাছে দাবি জানিয়ে বগুড়া হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান নিশাদ জানান, সব ব্যবসায়ীরাই আমরা ক্ষতিগ্রস্ত। সে জন্য আমাদের ব্যবসা চালাতে যদি কারও ব্যাংক লোন লাগে বা অন্যান্য সাপোর্ট লাগে এ ব্যাপারে আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করবো। এটা তারা বিবেচনা করবে আশাকরি।