গলাচিপায় রান্নাঘরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

গলাচিপা
নিহত খাদিজা বেগম (৩৫)  © টিবিএম

পটুয়াখালীর গলাচিপায় রান্নাঘর থেকে খাদিজা বেগম (৩৫) নামের এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার উত্তর চরবিশ্বাস গ্রামে। ওই গৃহবধূ ৩নং ওয়ার্ডের মানিক প্যাদার স্ত্রী। উপজেলার উত্তর চরবিশ্বাস গ্রামের মানিক প্যাদার মা, স্ত্রী ও এক পুত্র সন্তান নিয়ে চারজনের সংসার।

এলাকাবাসী সূত্র জানা গেছে, বুধবার সকালে মানিক সকালের খাবার খেয়ে জমিতে চাষাবাদ করতে যায়। পুত্র সন্তান আবু রায়হান দাখিল মাদ্রাসায় পড়তে যায়। এসময় শাশুড়ি প্রতিবেশীর ঘরে পান খাওয়ার জন্য যায়। শাশুড়ি সকাল সাড়ে ১০ টার দিকে বাড়িতে ফিরে খাদিজাকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি করলে রান্না ঘরের মেঁঝেতে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে।

রহস্যজনক এই ঘটনা নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চর বিশ্বাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল জানায়, কি কারণে এই ঘটনা ঘটল এখনো কিছু জানা যায়নি। 

গলাচিপা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম খান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ।