গলাচিপায় যুবকের গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার 

পটুয়াখালী
নিহত অন্তর (২২)   © সংগৃহীত

গলাচিপায় জানালার গ্রিলের সাথে অন্তর (২২) নামের এক যুবকের গলায় ফাঁস দেওয়া মরদেহ বুধবার সকালে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গলাচিপা পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের সাগরদি রোডে। অন্তর রতনদী তালতলী ইউনিয়নের দেওয়ান বাজার এলাকার কাঁচারিকান্দা গ্রামের রনজিৎ হাওলাদারের ছোট  পুত্র। তবে অন্তরের এমন মৃত্যুকে রহস্যময় বলে মনে করছেন এলাকাবাসী।

জানা গেছে, গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নানা ভব রঞ্জন সরকারের বাড়িতে অন্তর (২২) ছোটবেলা থেকে থাকতো, সেখান থেকে পড়াশুনা করত। সে গত বছর পটুয়াখালী আক্কেল আলী কলেজ থেকে এইচএসসি পাস করে। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে অন্তর ঘুমাতে যায়। সকালে ঘুমানোর বিছানার কাছেই ৪/৫ ফুট উঁচুতে জানালার গ্রিলের সাথে প্যান্টের বেল্ট দিয়ে অন্তরের গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পায় স্বজনরা। এসময় বিছানার সাথে তার পা থেকে কোমরের অংশ পর্যন্ত লেগে ছিল। পরে গলাচিপা থানা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে নিয়ে যায়। কেন কি কারণে এ ধরনের অঘটন ঘটে গেছে তা কেউ সঠিক বলতে পারছে না। 

বন্ধু ও স্বজনরা জানায়, অন্তরের এক মেয়ের সাথে তিন থেকে চার বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। প্রায়ই মেয়ের সাথে রাগ করে ভাঙচুর করতো, খাওয়া বন্ধ করে দিতো। গতকাল নিজের ফোন রাগ করে ভেঙে ফেলছে অন্তর। রাতে কি কারণে এমন হলো কেউ জানে না। তবে তাদের ধারণা প্রেমিকার সাথে রাগ-অভিমান করে গলায় ফাঁস দিয়েছে অন্তর। গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো: ফেরদৌস আলম খান বলেন, প্রাথমিক ভাবে জানা গেছে, প্রেম ঘটিত কারণে আত্মহত্যা করেছে। তবে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।