দেশে আজও বেশি বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে কাল
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ১০:০৯ AM , আপডেট: ২২ আগস্ট ২০২৪, ১০:০৯ AM
বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ও লঘুচাপের প্রভাবে আজ বৃহস্পতিবারও বৃষ্টি বেশি হতে পারে। তবে আগামীকাল শুক্রবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির তথ্য মতে, গতকাল বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় শুধু দক্ষিণ-পূর্বের জেলা ফেনীতেই ৩১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গতকাল রাতে বলেন, ‘আগামীকালও (আজ) বৃষ্টি বেশি থাকতে পারে।
তবে এর পরদিন থেকে বৃষ্টিপাতের পরিমাণ ও বিস্তৃতি ধীরে ধীরে কমতে পারে। ২৫ বা ২৬ আগস্টের দিকে বৃষ্টি কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে বাড়লেও গত কিছুদিনের মতো অতটা বেশি হবে না। মাসের শেষের দিকে অনেকটাই কমে যেতে পারে বৃষ্টি।
এদিকে দেশের মধ্যাঞ্চল ও সংলগ্ন এলাকায় অবস্থিত লঘুচাপটি গতকাল গুরুত্বহীন হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়ে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফলে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকা থেকে তিন নম্বর সতর্কসংকেত গতকাল উঠিয়ে নেওয়া হয়েছে। তবে দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আজও দেশে বৃষ্টি বেশি থাকতে পারে।