বন্যায় ৮ জেলায় ক্ষতিগ্রস্ত অন্তত ২৯ লাখ মানুষ
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০৪:১৫ PM , আপডেট: ২২ আগস্ট ২০২৪, ০৪:১৫ PM
চলমান বন্যায় দেশের ৮ জেলায় এখন পর্যন্ত অন্তত ২৯ লাখ ৪ হাজার ৯৬৪ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ফেনী ও ব্রাহ্মণবাড়িয়াতে পানিতে ডুবে দুজন মারা গেছেন।
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে বন্যা পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা।
আলী রেজা জানান, এখন পর্যন্ত ১ হাজার ৫৩৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ৭৫ হাজারের বেশি মানুষ।
এ দিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, ৭টি নদীর ১৪টি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর প্রবাহিত হচ্ছে। ১২ ঘণ্টায় নদ নদীর পানি স্থিতাবস্থা থাকতে পারে বলেও ব্রিফিংয়ে জানানো হয়েছে।
প্রসঙ্গত, ভারতের ডুম্বুর বাঁধ খুলে দেওয়া ও ভারী বৃষ্টিতে উজানের পানির ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে পূর্বের ৯ জেলায়। ভয়াবহ এ বন্যায় আটকা পড়েছে কয়েক লাখ মানুষ। পানির স্রোত ও ভারী বর্ষণে ব্যহত হচ্ছে উদ্ধারকাজ। জীবন বাঁচাতে কাতর আকুতি জানাচ্ছেন মানুষ।
ফেনীতে একতলা পর্যন্ত পানি উঠে গেছে। টিনের ছাঁদ তলিয়ে গেছে পানির নিচে। অনেক মানুষ অবস্থান করছেন ছাঁদে। ফলে রান্না-বাড়ার অসুবিধায় দেখ দিয়েছে খাদ্য ও খাবার পানির সংকট।