দুমকিতে কোটা আন্দোলনে শহীদ পরিবারকে এক ব্যবসায়ীর আর্থিক সাহায্য
- মো: রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি;
- প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০৭:৩১ PM , আপডেট: ২২ আগস্ট ২০২৪, ০৭:৩১ PM
পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নে কোটা আন্দোলনে শহীদ মিলন হাওলাদারের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন আঙ্গারিয়া ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম খোকন মৃধা।
বৃহস্পতিবার (২২আগস্ট) দুপুরে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামে শহীদ মিলনের কবর জিয়ারত শেষে তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে এই শহিদ পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, সহ-সভাপতি ফারুক হোসেন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু ও যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লালমিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।