ভারতে যাওয়ার পথে বেনাপোল চেকপোস্টে ছাত্রলীগ নেতা পল্লব আটক
- অমল কৃষ্ণ পালিত, যশোর জেলা প্রতিনিধি;
- প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০৮:১১ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৪, ০৮:১১ PM
ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট থেকে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব (৩৫) কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পল্লব যশোর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুজ্জামান পিকুলের ছেলে।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পাসপোর্ট-ভিসা নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি।এ সময় দায়িত্বরত বিজিবি সদস্যদের জিজ্ঞাসাবাদে তিনি যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে স্বীকার করেন।
বেনাপোল বিজিবি কোম্পানি কমান্ডার মিজানুর রহমান বলেন, যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ পথ দিয়ে ভারতে পালিয়ে যাবেন বলে আমাদের কাছে খবর ছিল। এই খবরে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান নেন। পরে পল্লব পাসপোর্টে এক্সিট সিল দেওয়ার জন্য ইমিগ্রেশনে গেলে সেখান থেকে তাঁকে আইসিপি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে নিজের পরিচয় স্বীকার করেন। পরে তাঁকে আটক করা হয়।
মিজানুর রহমান আরও বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এব্যপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।