যশোরের বসুন্দিয়ায় ভারত বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

যশোর
  © টিবিএম

যশোর সদর উপজেলার বসুন্দিয়ায়, ২৩ আগস্ট শুক্রবার বিকাল পাঁচটায় বসুন্দিয়া মোড় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ভারতীয় আগ্রাসন ও ষড়যন্ত্রমূলক বন্যা পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে বসুন্দিয়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

পূর্ব ঘোষণা না দিয়ে সম্প্রতি ভারতের ভম্বুর গেট খুলে দিয়ে ব্যারেজের প্রবল জলস্রোতে বাংলাদেশের উত্তরাঞ্চল বন্যা কবলিত হয়ে ব্যাপক ক্ষতির জন্য ভারতকে দায়ী করে এই বিক্ষোভ মিছিল করা হয়। শত শত ছাত্রদের সাথে মিছিলে অংশগ্রহণ করেন বসুন্দিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি এডভোকেট নুরুজ্জামান খান, জামায়াতে ইসলামের বসুন্দিয়া ইউনিয়নের আমির মাওলানা রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, ইউনিয়ন বিএনপি'র সাংগাঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে মিছিলে নেতৃত্ব দেন,আব্দুল আলিম, মোহাম্মদ রাকিব হাসান, মোঃ মাসুম বিল্লাহ, শেখ পারভেজ হোসেন, মোঃ রায়হান পারভেজ, ইরতিজা আরাফাত, বিল্লাল হোসেন, মোঃ নয়ন হোসেন প্রমুখ।

মিছিলটি বসুন্দিয়া মোড় বাজারের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে বাস স্ট্যান্ড চত্বরে এসে সমাবেশ করেন। সমাবেশে বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত বন্যার্ত মানুষের সাহায্যে পাশে দাঁড়াতে সকলের প্রতি আহবান করা হয়। 

বক্তারা ভারতের সমালোচনা করেন এবং ডম্বুর গেট খুলে দেয়ার তীব্র নিন্দা জানিয়ে ভারতীয় পণ্য বয়কটের ঘোষণা দেন।