গলাচিপায় ছাত্র আন্দোলনে নিহত ৬ জনের পরিবারকে অর্থ সহায়তা দিলো জামায়াত
- গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
- প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০৯:১০ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৪, ০৯:১০ PM
গলাচিপায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৬ জনের পরিবারের পাশে অর্থ সহায়তা নিয়ে দাঁড়ালো জামায়াতে ইসলামি সংগঠন। শুক্রবার সংগঠনটির পক্ষ থেকে গলাচিপা পৌরসভার ৭নং ওয়ার্ডের রুপনগর এলাকার টেক্সটাইল ইঞ্জিনিয়ার আতিকুল ইসলাম রুবেল (৩৪), আমখোলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সিএনজি চালক মো. জাহাঙ্গীর খান (৪০), চিকনিকান্দি ইউনিয়নের পানখালী গ্রামের ব্যবসায়ী মামুন হাওলাদার(৪০), চরকাজল ইউনিয়নের বড় শিবা গ্রামের শিক্ষার্থী মো. রাসেল(১৮), ডাকুয়া ইউনিয়নের পারডাকুয়া গ্রামের শিক্ষার্থী মো.সাগর গাজী(২০) ও কলাগাছিয়া ইউনিয়নের বাশবাড়িয়া গ্রামের ছাত্র রাব্বি (১৩) এর পরিবারকে অর্থ সহায়তা দেয়া হয়েছে।
জামায়াত সংগঠনের নেতাকর্মীরা নিহতদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেন এবং কবর জিয়ারত করেন। প্রত্যেক নিহত পরিবাবরকে সান্ত্বনা দেন ও তাদের হাতে এক লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি (দক্ষিণ) বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মো. মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য মাওলানা ফকরুদ্দিন খান রাজী, ল”ইয়ার কাউন্সিলার সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, পটুয়াখালী জামায়াতে ইসলামি আমির অধ্যাপক মো: শাহ আলম, গলাচিপা উপজেলা শাখার জামায়াতের আমির মো: জাকির হোসেন, ও সহকারী অধ্যাপাক ইয়া হিয়া খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।