সিরাজগঞ্জ রোড জামাতের পথসভায় জনতার ঢল
- মোঃ রবিউল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি;
- প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৬:৩৩ PM , আপডেট: ২৪ আগস্ট ২০২৪, ০৬:৩৩ PM
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল রোডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পথসভায় জনতার ঢল নামে।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা আমীর মাওলানা শাহীনুর আলম, জামাতের জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা জামায়াত আমীর শাজাহান আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত পথসভায় প্রধান অতিথি মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, উল্লাপাড়া, সলংগা হবে শান্তির থানা। এখানে কোন চাঁদাবাজ থাকবে না, এখানে কোন মাদক থাকবে না, কেও চাঁদা চাইতে এলে গাছের সাথে বেধে আমাকে খবর দিবেন।
মাওলানা রফিকুল ইসলাম খান আরও বলেন, প্রতিটি ঘটনায় একটি মহল সংখ্যা লঘুদের উপর নির্যাতন চালায়। এবার আমরা সেটি হতে দেই নাই। জামাত শিবিরের লোকজন প্রতি টা মন্দিরে পাহারা দিয়েছে।
জামাত এদেশের অনেক বড় দল, তাই দেশের সীমানা পাহারা দেয়া জামাত শিবিরের দায়িত্ব। তিনি আরও বলেন সিরাজগঞ্জের এসপি সাহেব আমাকে ফোন করে বলেন, খান সাহেব আপনার লোকজন কে বলেন উল্লাপাড়া থানায় আসতে নাহলে সেখানে পুলিশ থাকতে চাচ্ছে না। আমি তাৎক্ষণিক ফোন করে উল্লাপাড়া উপজেলা আমীরের নেতৃত্বে কয়েক শত লোককে থানায় পাঠিয়ে থানা পাহারার ব্যাবস্থা করি।
তিনি আরও বলেন সারা দেশের অসংখ্য থানা জামাত শিবিরের লোকজন পাহারা দিয়েছে, কারণ দেশটা আমাদের, তাই এই দেশকে শান্তিপূর্ণ রাখা আমাদেরই দায়িত্ব। তাই এদেশে কোন চাঁদাবাজ, চোর,ডাকাত, ধর্ষনকারিসহ কোন অমানুষের জায়গা হবেনা। আমরা বাংলাদেশের মানুষ সকলে মিলে শান্তিপূর্নভাবে এদেশে বসবাস করতে চাই।
বিশেষ অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা আমীর মাওলানা মোঃ শাহিনুর আলম বলেন, আমরা সিরাজগঞ্জ জেলায় কোন ধরনের অন্যায় অবিচার হতে দেবনা। সিরাজগঞ্জ একটি শান্তিপ্রিয় জেলা। এখানে আবহমান কাল থেকে হিন্দু মুসলমান একসাথে বসবাস করছে। এখানে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই, আমরা সবাই একসাথে ভাই ভাই হয়ে থাকতে চাই।
তিনি আরও বলেন, সিরাজগঞ্জ জেলার অন্যতম একটি সমস্যা হলো মাদক সমস্যা। আমরা চাই মাদকমুক্ত সিরাজগঞ্জ গড়তে।
বিশেষ অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা জামাতের সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ জেলাকে আমরা একটি মডেল জেলা হিসেবে গড়তে চাই। এখানে সবাই তার অধিকার পাবে। কেও মজলুম হবেনা। আমরা সবাইকে সাথে নিয়ে একটি সুখী সম্মৃদ্ধ দেশ গড়ে তুলতে চাই।
আজকে বিভিন্ন পয়েন্টে জামাতের পথসভা অনুষ্ঠিত হয়েছে এবং সকল জায়গায় জনতার ঢল লক্ষ্য করা গেছে।