নোয়াখালীতে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করলেন বরকত উল্যাহ বুলু
- মাহমুদ ফয়সাল, নোয়াখালী প্রতিনিধি:
- প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৮:৩৪ PM , আপডেট: ২৪ আগস্ট ২০২৪, ০৮:৩৪ PM
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস-চেয়ারম্যান ও বেগমগঞ্জ-০৩ আসনের সাবেক সংসদ সদস্য বরকত উল্ল্যাহ বুলু বন্যার্তদের মাঝে ৬ হাজার প্যাকেট খাদ্য বিতরন করেছেন। শনিবার (২৪শে আগষ্ট) দুপুরে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর হাইস্কুল, বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয় ও হাজীপুরসহ বিভিন্ন স্থানে আশ্রয়কেন্দ্রে উপস্থিত থাকা হাজার হাজার নারী, পুরুষ ও শিশুদের মাঝে ঐ খাবার বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রভাবশালী সদস্য শামীমা বরকত লাকি, উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুল হক আবেদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৌমুহনী পৌরসভা বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন দুলাল, পৌরসভা ৫নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি আবদুল মালেক, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।