কলার ভেলায় ভাসমান তারা, খুঁজছেন আশ্রয়

বন্যা
  © সংগৃহীত

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের যাদৈয়া গ্রামের বাসিন্দা বৃদ্ধ আব্দুল হালিম (৬০) বলেন, ঘরে হাঁটু পরিমাণ পানি। থাকার কোনো ব্যবস্থা নাই। এজন্য ঘর থেকে বের হয়ে আইছি। কোন দিকে গিয়ে থাকার ব্যবস্থা হয় দেখি। কোথায় যাবো তা জানি না। তবে আগে রোডে (শুকনো স্থান) উঠি। তারপর বুঝা যাইবো কোন দিকে যাইতে পারি। কোথায় গিয়ে উঠতে পারি। কারণ বাড়িতে যেহেতু থাকার সুযোগ নাই, মেইন রোডে উঠলে একটা ব্যবস্থা হইবো।

রোববার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে এসব কথা জানান তিনি। তার বৃদ্ধা মা রোকেয়া বেগমকে (৮৫) কলার ভেলায় শুইয়ে দিয়ে আশ্রয়ের খোঁজে বাড়ি থেকে বের হন। 

ঘটনার সময় দেখা যায়, প্রায় কোমর পরিমাণ পানির মধ্যে এক বৃদ্ধ কলার ভেলা টেনে আনছেন। পেছন থেকে এক কিশোর তা ঠেলছেন। আর ভেলাতে শুয়ে আছেন বৃদ্ধা নারী। কোথায় যাচ্ছেন এবং ওই নারীর কি হয়েছে জানতে চাইলে, ভেলা টেনে নেওয়া অচেনা বৃদ্ধ বলেন, ভেলাতে শুয়ে থাকা বৃদ্ধা আমার কিছু হননি। আমার মায়ের মতো এজন্য আমি ভেলাটা টেনে সহায়তা করছি। আমার মা বেঁচে থাকলে আমিও করতাম। কিশোরকে জিজ্ঞেস করলে জানায়, তার নানি হয়। তার আপুর বাড়িতে যাবেন তারা।  

পেছন দিয়ে হেঁটে আসা রোকেয়া বেগমের ছেলে আব্দুল হালিম জানান, বাড়ির পাশের খায়রুল এনাম সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে জায়গা নেই। বাড়িতেও পানি। এ অবস্থাতে বাড়িতে থাকার সুযোগ নেই। এজন্য মেইন রোডে উঠে থাকার জন্য একটা ব্যবস্থা করে নেবেন তারা।