কালাইয়ের উদয়পুরে জামায়াতের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
- এস এম আব্দুল্লাহ সউদ, কালাই উপজেলা প্রতিনিধি;
- প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০৬:৫১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৪, ০৬:৫১ PM
জয়পুরহাট জেলার কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নে ২৬ আগস্ট বিকেল সাড়ে ৪টায় উদয়পুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মোসলেমগঞ্জ বাজারে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশে সভাপতিত্ব করেন মোঃ আব্দুস সোবহান এবং সঞ্চালনা করেন মাওলানা আব্দুল জলিল।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ গোলাম কিবরিয়া। এছাড়াও বক্তব্য প্রদান করেন জয়পুরহাট জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মোঃ রাশেদুল আলম সবুজ, জেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা নূরুজ্জামান সরকার, কালাই উপজেলা আমীর আব্দুর রউফ, উপজেলা সেক্রেটারি আব্দুল আলীম, নায়েমে আমীর মাওলানা মুনছুর রহমান, মোজাফ্ফর হোসেন, উদয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মোঃ রকিব উদ্দিন, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, আবু তাহের মুকুল, জেলা শিবির নেতা আব্দুস সালাম, শিবির নেতা মাছুদ রানা এবং ফিরোজ হোসেন।
সমাবেশে বক্তারা সকল ধর্ম ও মতের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, শান্তিপূর্ণ সমাজ গঠনে ধর্মীয় সম্প্রীতি অপরিহার্য, এবং সকলের উচিত এ সম্প্রীতির পরিবেশ রক্ষা করা। দীর্ঘদিন আমরা যাদের দ্বারা জুলুমের শিকার হয়ে আসছি, সময়ের ব্যবধানে তারাই আজ লাঞ্ছিত, অপমান-অপদস্ত হচ্ছে। তবে আমরা প্রতিশোধপারায়ণ হতে চাই না।
আমরা সকলকে ক্ষমা করে দিতে চাই। কোনো মহলকে আমরা দূরে ঠেলে দিতে চাই না। সকল দল-মত, ধর্ম, বর্ণ মিলে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমাদের উচিত হবে, উস্কানিমূলক কথা বা বক্তব্য থেকে নিজেদের ও আমাদের সকল স্তরের জনশক্তিদের বিরত রাখা।’
এই সম্প্রীতি সমাবেশে স্থানীয় জনসাধারণের ব্যাপক অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়। সমাবেশ শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়,যেখানে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।