বর্ণাঢ্য আয়োজনে গলাচিপায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

গলাচিপা
  © টিবিএম

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীর গলাচিপায় সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬) আগস্ট বিকেল ৫ টায় গলাচিপা সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ী কমিটির আয়োজনে শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বর্ণিল সাজে শত শত সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ, শিশু, বৃদ্ধ সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করে।

এসময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার হাওলাদার, উপজেলা  জামায়েতে আমীরের প্রতিনিধি হিসেবে পৌর জামাতের সেক্রেটারি গাজী মু. সোহেল, যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো. রাসেল,  সদস্য সচিব মো. আবুল হোসেন, গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও গলাচিপা বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত,  শ্রীগুরু সঙ্ঘ গলাচিপা শাখার সভাপতি অসীম কর্মকার, সাধারণ সম্পাদক ধ্রব লাল বণিক, সাংগঠনিক সম্পাদক সুখরঞ্জন কর্মকার, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা ও হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শোভাযাত্রার নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী ও আন্দোলনের পৌর শাখার সভাপতি নাজমূল হুদা রিপনের নেতৃত্বে সেচ্ছাসেবক দল কাজ করে।