বৈষম্য বিরোধী

ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারে সিরাজগঞ্জ জেলা জামায়াতের আর্থিক সহযোগিতা

সিরাজগঞ্জ
বক্তব্যে উক্তানুষ্ঠানের প্রধান অতিথি- মাওলানা রফিকুল ইসলাম খান  © টিবিএম

সিরাজগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারে দ্বিতীয় দফায় জামায়াতের পক্ষ থেকে সহমর্মিতা জ্ঞাপন ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান শহর জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল লতিফ সাহেবের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন।

জেলা জামায়াতের সম্মানিত আমীর জননেতা অধ্যক্ষ মাওলানা শাহীনুর আলম জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম জেলা অফিস সম্পাদক অধ্যক্ষ শাহাদাৎ হোসাইন শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ সদর জামায়াতের আমীর মাওলানা আতাউর রহমান সেক্রেটারি এ্যাড. নাজিম উদ্দীন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক জুবায়ের আহমেদ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড মাসুদুর রহমান শহর কর্মপরিষদ সদস্য মোঃ হাফিজুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা আলী আজগর জেলা শিবিরের সভাপতি ছাত্রনেতা মোঃ আলহাজ্ব উদ্দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা সমন্বয়ক মুনতাসীর মেহেদী সহ স্থানীয় জামায়াত-শিবির ও বিএনপির  নেতৃবৃন্দ। 

এসময় নেতৃবৃন্দ দেশের জন্য শহীদ হওয়া প্রত্যেকের জন্য দোয়া করেন এবং পরিবারের সদস্যদের আল্লাহ পাক যেনো সবরে জামিল দান করেন এই কামনা করেন সেই সাথে সাথে দেশের আপামর জনসাধারণকে সজাগ থাকার আহবান জানান যাতে করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা নতুন করে সমাজে মাথা তুলে দাড়াতে না পারে।

 সারাদেশে নিহত সকল শহীদ পরিবারে জামায়াতের পক্ষ থেকে নগদ দুই লাখ টাকা করে সহযোগিতা করার ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডাঃ শফিকুর রহমান তারই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় দফায় সিরাজগঞ্জ জেলা জামায়াতের পক্ষ থেকে সিরাজগঞ্জ শহরের গয়লা গ্রামের শহীদ মোঃ আব্দুল লতিফ ও শহীদ মোঃ সুমন সেখ, মাসুমপুর গ্রামের শহীদ সোহানুর রহমান রঞ্জুর পরিবারে আরো এক লাখ করে এবং বনবাড়ীয়া গ্রামের মোঃ আব্দুল আলীম ভাইয়ের পরিবারেকে দুই লাখ টাকা সহযোগিতা প্রদান করা হয়।