বৃষ্টি নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস

বৃষ্টি
  © ফাইল ফটো

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে আসায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত কমতে পারে। একইসাথে দেশের চার বন্দরে দেয়া ৩ নম্বর সতর্কসংকেত উঠিয়ে নিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার (২৮ আগস্ট) সকাল ৯টা থেকে দেয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সেখানে বলা হয়, রংপুর ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
 
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং এছাড়া দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে আসায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত সার্বিকভাবে কমেছে। একইসাথে দেশের চার বন্দরে দেয়া ৩ নম্বর সতর্কসংকেত উঠিয়ে নিয়েছে আবহাওয়া অধিদফতর।