বন্যায় ৩১ জনের মৃত্যু
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০৪:০৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৪, ০৪:০৮ PM
বন্যায় মোট ৪ হাজার ৩টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে মোট মানুষ আছে ৫ লাখ ৪০ হাজার ৫১০ জন। একইসাথে সেখানে ৩৯ হাজার ৫৩১টি পশু রয়েছে।
বুধবার (২৮ আগস্ট) দুর্যোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা এক ব্রিফিংয়ে এসব জানান।
তিনি বলেন, বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের চিকিৎসা নিশ্চিতে দেশের ১১ জেলায় ৬১৯টি মেডিকেল টিম কাজ করছে। বন্যা পরিস্থিতিতে এখন পর্যন্ত ৩১ জন মারা গেছেন।
সচিব বলেন, এখন পর্যন্ত দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৪ কোটি টাকার ওপরে বরাদ্দ দেয়া হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৫৮ লাখ ২২ হাজার ৭৩৪ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবারের বন্যায়।