সম্মিলিত ওলামা - মশায়েখের উদ্যোগে সিরাজগঞ্জে ছাত্রদের জন্য দোয়া মাহফিল 

সিরাজগঞ্জ
  © টিবিএম

সিরাজগঞ্জ জেলার সদর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের জন্য দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের আয়োজন করে সম্মিলিত ওলামা মশায়েখ পরিষদ। সিরাজগঞ্জ সদর উপজেলার সর্বজন শ্রদ্ধেয় আলেম মাওলানা মোঃ মুনসুর রহমানের আহবানে সাড়া দিয়ে সর্বস্তরের আলেম সমাজ উক্ত মাহফিলে অংশ গ্রহণ করেন। 

উক্ত দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুফতি মাওলানা মোঃ এরশাদ উল্লাহ সিরাজি, মুফতি মাওলানা মোঃ আক্তার হোসেন, মুফতি মাওলানা মোঃ রুহুল আমিন, মাওলানা মোঃ সোহাইল আহমেদ, মুফতি মাওলানা মোঃ জামিল আহমেদ, হাফেজ মাওলানা মোঃ ফজলুল হক, মাওলানা মোঃ রবিউল ইসলাম সহ আরো অনেক। মাহফিল পরিচালনা করেন তরুণ আলেমে দ্বীন মুফতি মাওলানা মোঃ সিরাজুল ইসলাম। 

আলোচনায় অংশ নিয়ে মুফতি মাওলানা মোঃ এরশাদ উল্লাহ সিরাজি সাহেব বলেন, আজকে দেশের সব পেশার মানুষ ঐক্য বদ্ধ হলেও আলেম সমাজ আজও ঐক্য বদ্ধ হতে পারেনি। তাই এখন সময় এসেছে সকল ভেদাভেদ ভুলে আলেম সমাজকে ঐক্য বদ্ধ হতে হবে। তিনি বলেন ছাত্র সমাজ আমাদের জন্য আবাবিল পাখি হয়ে এসেছিল। এজন্য তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। 

বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি মাওলানা মোঃ আক্তার হোসেন তার বক্তব্যে বলেন, আমরা ইসলামের কথা মন খুলে বলতে পারি নাই। নানা ভাবে আমাদের হেনস্তা করা হয়েছে। তাই মহান আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন। তাই আমাদের এই সময়টা কাজে লাগাতে হবে। তিনি ছাত্র জনতার ত্যাগের কথা স্মরণ করে বলেন, তাদের ত্যাগের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছি। এই স্বাধীনতা কোনভাবেই যেন বিফলে না যায় সেদিকে আমাদের সযাগ থাকতে হবে। 

মুফতি মাওলানা মোঃ রুহুল আমিন সাহেব তার বক্তব্যে বলেন, আমি আজ স্মরণ করছি আবু সাঈদের কথা। মৃত্যুর আগে আবু সাঈদ বলেছি আমি শহিদ শামসুজ্জোহা স্যারের মতো জীবন দিয়ে স্মরণীয় হয়ে থাকতে চাই। তিনি ছাত্র জনতার এই আত্বত্যাগকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন। মাওলানা মোঃ সোহাইল আহমেদ বলেন, আমাদের মধ্যে নানা ভিতি কাজ করে, তাই আমরা সাহস করে হক কথা বলতে পারিনা। আমরা সবসময় রিজিকের ভয় করি অথচ একজন পাগলও রাস্তায় বসে থাকে তারও রিজিক আল্লাহ তাআলা দেন।

হাফেজ মাওলানা মোঃ ফজলুল হক সাহেব তার বক্তব্যে বলেন, মহান আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে একটা দল থাকবে যারা মানুষকে কল্যানের দিকে আহবান করবে, সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে বাধা দিবে, আল কুরআন। আজ আলেম সমাজ যদি একাজ না করে তাহলে জাতি কিভাবে মুক্তি পাবে?  

তিনি বলেন দেওবন্দের আকিদা হলো একটি শান্তি পূর্ণ সমাজ কায়েমের আন্দোলন করবে আলেম সমাজ। আজ আমরা এখান থেকে দূরে সরে গিয়ে এসমাজটাকে অন্ধকারে ছেরে দিয়েছি। আলেমগন হলেন নবীদের ওয়ারিশ। তাই নবীদের রেকে যাওয়া কাজ আন্জাম দেয়া আলেমদের কাজ। তিনি আরও বলেন, এ সমাজে দ্বীন বিজয়ের কাজে অংশ গ্রহণ না করলে কখনো নবীদের ওয়ারিশ হওয়া যায় না। পরিশেষে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি মাওলানা মোঃ আক্তার হোসেন সাহেব। তিনি দোয়ায় দেশ ও জাতির মংগল কামনা করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা মারা গেছে তাদের রুহের মাগফেরাত কামনা করেন এবং যারা আহত হয়ে এখনো হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন তাদের আশু আরোগ্য লাভের জন্য দোয়া করেন।