কালাইয়ে নকল নবিশদের কলম বিরতি ও মানববন্ধন

কালাই
  © টিবিএম

জয়পুরহাটের কালাই উপজেলায় নকল নবিশের চাকরি সরকারি করণের দাবিতে সাব রেজিস্ট্রার অফিসে কর্মরত নকল নবিশরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কলম বিরতি ও মানববন্ধন করেছে। বুধবার সকাল ১১টায় কালাই উপজেলা নকল নবিশ এসোসিয়েশনের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। 

কলম বিরতি ও মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা নকল নবিশ অফিসের সভাপতি এরফান মৃধা, সহ-সভাপতি মাহমুদ হোসেন, সাধারণ সম্পাদক সাহেব আলী, মহিলা বিষয়ক সম্পাদক নাদিরা আক্তার এবং প্রচার সম্পাদক সাব্বিরুল ইসলাম। এছাড়াও জেলা যুগ্ম সমন্বয়ক আবু মাসুদসহ আরও অনেক সদস্য অংশ নেন। 

মানববন্ধনে বক্তারা নকল নবিশদের চাকরি সরকারি করার দাবিতে জোরালো বক্তব্য দেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তাদের দাবি, নকল নবিশদের দীর্ঘদিনের পরিশ্রম ও অভিজ্ঞতার ভিত্তিতে তাদের চাকরি সরকারি করা উচিত, যাতে তারা নিরাপত্তা ও সুযোগ-সুবিধা পেতে পারে।

এই মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সদস্য তৌহিদুল ইসলাম, শাহানাজ পারভিন, আব্দুল আলিম, শাপলা খাতুন, ফাতেমা বেগমসহ সাব রেজিস্ট্রার নকল নবিশ অফিসের কর্মচারীরা। 

বক্তারা জানান, তাদের দাবি মেনে না নেওয়া হলে তারা আরও কঠোর কর্মসূচি পালন করবেন এবং পরবর্তী পদক্ষেপের বিষয়ে আলোচনা করবেন। মানববন্ধন ও কলম বিরতির মাধ্যমে তারা তাদের একতা ও দাবি আদায়ের জন্য প্রস্তুতির ব্যাপারটি সুস্পষ্টভাবে তুলে ধরেছেন।