ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মিষ্টান্ন জব্দ
- কামরুল হাসান ঃফটিকছড়ি প্রতিনিধি;
- প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১০:১২ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৪, ১০:১২ PM
চট্টগ্রামের ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দই, রসমালাই এবং মিষ্টি মিলে প্রায় ১১৭ কেজি মিষ্টান্ন জব্দ করেছে প্রশাসন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) উপজেলার বিবিরহাট বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেজবাহ উদ্দিন।
প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘযাবৎ ফটিকছড়ি উপজেলা সদরের বিবিরহাট বাজারে বিভিন্ন দোকানে অস্বাস্থ্যকর পোড়া তেল দিয়ে তারিখ বিহীন এবং মূল্য বিহীন মিষ্টান্ন তৈরী করে বিক্রি করে আসছে কয়েকটি দোকান।
দোকান গুলো অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন বিক্রি করেছে এমন খবর পেয়ে প্রশাসেনর অভিযানে বিবিরহাটস্থ শাহ আমানত স্টোর, মিষ্টিমুখ, পুষ্পকলি ও আনন্দময় স্টোর হতে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ বিহীন ও সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখবিহীন আনুমানিক ১১৭ কেজি বিভিন্ন দই, রসমালাই এবং মিষ্টি জব্দ করা হয়। এছাড়া একটি দোকান হতে অস্বাস্থ্যকর পোড়া তেল উদ্ধার করে সকল খাদ্য উপকরণ ও পোড়া তেল বিনষ্ট করা হয়। দোকান মালিকদের খাদ্যদ্রব্যের মোড়কের গায়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং খুচরা মূল্যসহ সঠিক লেবেল নিশ্চিত করার জন্য নির্দেশ দেয়া হয় বলে জানায় প্রশাসন।
অভিযানের বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বার্থে এ রকম অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করে ছাত্র জনতা।