ভারতে পাচার কারী দালাল আটক, বাংলাদেশি ৮জন ফিরে গেলেন স্বজনের কাছে

তেঁতুলিয়া
  © টিবিএম

রাতের আধারে দেশ ছেড়ে তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় বিজিবির হাতে আটক হয়েছেন নারী-শিশুসহ ৯ বাংলাদেশি। আটকের পর বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে তেঁতুলিয়া মডেল থানার পুলিশের কাছে সোপর্দ্য করা হয়। তবে এর মধ্যে একজনকে আটক দেখিয়ে ৮ জনকে স্বজনদের কাছে তুলে দিয়েছে পুলিশ-প্রশাসন। আটককৃত বাংলাদেশিরা দিনাজপুরে খানসামা উপজেলার বিষ্ণপুর গ্রামের বাসিন্দা।

আটকৃতরা হলেন খানসামা উপজেলার বিঞ্চুপুর গ্রামের মদন দাসের ছেলে রমেশ দাস (৩৮), রমেশের ছেলে পল্লব দাস (১২), সুশীল দাসের ছেলে প্রশান্ত দাস (১০), মদন দাসের ছেলে সুশীল দাস (৩৯), অধীর দাসের মেয়ে পাতলী রাণী দাস (৩৪), অধীকান্ত দাসের মেয়ে আরতী দাস (৩৭), সুশীল দাসের মেয়ে সুবর্ণা দাস (১৮), অলিল দাসের ছেলে পরিমল দাস (২৮)। একই সাথে আটক হয়েছেন তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউপির গোলাপদীগছ গ্রামের মৃত. ইসলাম আলীর ছেলে দালাল সাইদুর রহমান হনু (৪৪)।

এর আগে বুধবার (২৮ আগস্ট) গভীর রাতে উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাপদীগছ এলাকায় নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন শুকানী বিওপির টহল দল নারী-শিশুসহ ৯ জনকে আটক করে।

৫৬ বিজিবির শুকানী বিওপির বিজিবি সদস্যরা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুকানী বিওপির ৬ সদস্যের একটি দল সীমান্ত পিলার ৭৩৯/৪-এস এর বাংলাদেশের অভ্যন্তরে গোলাপদীগছ নামক গ্রাম থেকে ভারতে অনুপ্রবেশ চেষ্টা করা হচ্ছে। খবরটি পাওয়ার সাথে সাথে দ্রæত ঘটনাস্থলে পৌছালে তাদেরকে আটক করা হয। পরে ভজনপুর শুকানি বিওপিতে এনে জিজ্ঞাসাবাদ করে দুপুরে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে সৌপর্দ করা হয়। এদের মধ্যে সাইদুর ইসলাম হনু নামের একজন দালাল রয়েছে। তার সাহায্যে তারা ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। বাংলাদেশের চলমান পরিস্থিতির কারণে আতঙ্কিত হওয়ার কারণে তারা রাতের অন্ধকারে ভারতের কোন আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিতে দালালের মাধ্যমে যাচ্ছিলেন।

এদিকে সীমান্ত অতিক্রম করে ভারতের যাওয়ার চেষ্টাকৃত আটকদের তাদের পরিবারের কাছে তুলে দিতে প্রক্রিয়া শুরু হয়। বিকেলে মডেল থানার পুলিশ ও ৫৬ ব্যাটালিয়নের বিজিবির উপস্থিতিতে আত্মীয়দের কাছে তুলে দেয়া হয়। এ সময় তাদেরকে কোন প্রকার আতঙ্কবোধ না করে নির্বিধায় জীবনযাপন করতে বলা হয়।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজয় কুমার রায় বলেন, বৃহস্পতিবার দুপুরে বিজিবি ৯জন বাংলাদেশীকে তেঁতুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ্য করে। তারা আতঙ্ক হয়ে ভারতের যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানতে পারি। আটককৃতদের পরিবার যোগাযোগ করলে তাদের মধ্যে সাইদুর রহমান হনুকে আটক দেখিয়ে বাকিদের তাদের স্বজনদের কাছে তুলে দেয়া দেয়া হয়েছে। আটককৃত সাইদুর রহমানের বিরুদ্ধে অভিযোগসহ মামলা রয়েছে। এ কারনে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।