সিরাজগঞ্জে  শ্রমিক কল্যাণ ফেডারেশনের জরুরি বৈঠক

রায়গঞ্জ
  © টিবিএম

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রায়গঞ্জ উপজেলা শাখার  জরুরি দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অদ্য (৩০ আগস্ট) উপজেলা অফিস রুমে উপজেলা সভাপতি মাওলানা কামরুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা সাধারন সম্পাদক মোঃ সুমন আহমেদ এর পরিচালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা সভাপতি এড. মোঃ ছাইদুল ইসলাম খান। 

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আবুল কালাম বিশ্বাস। 

প্রধান অতিথির বক্তব্যে এড. মোঃ ছাইদুল ইসলাম খান বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীদের সাংগঠনিক মজবুতি অর্জনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আর মনে রাখতে হবে, দেশ ও সমাজ বিনির্মাণের প্রথম শর্ত হচ্ছে আত্মগঠন। 

শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রত্যেক সদস্য সংগঠনকে মজবুত করার পাশাপাশি আত্মগঠনের দিকে আরও মনোযোগী হবেন বলে আমরা আশাবাদী। 

বিশেষ অতিথি জনাব আবুল কালাম বিশ্বাস বলেন, বাংলাদেশকে একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র হিসেবে গঠন করতে চাইলে আমাদেরকে আগে মানবিক মানুষ হতে হবে। 

আর ভালো মানুষ কোন উপন্যাস পড়ে তৈরি হয় না। ভালো মানুষ তৈরি হয় ধর্ম গ্রন্থ পড়ে। তাই গোটা মানতার শান্তি সুখের জন্য মহান আল্লাহ মহা গ্রন্থ আল কুরআন পাঠিয়েছেন। আজ মানুষ কুরআন থেকে দূরে থাকার কারণে দুনিয়ায় অশান্তি বিরাজ করছে। 

তাই মানবতাকে বাচাতে হলে ইসলাম চর্চার কোন বিকল্প নেই। সবার আগে দায়িত্বশীলদের কুরআনের জ্ঞান অর্জন করতে হবে। 

জরুরী দায়িত্বশীল বৈঠকে আরো উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়ন সভাপতি  গোলাম মোস্তফা বিশ্বাস, মোঃ এবাদুল্লাহ প্রমুখ।