পায়রা সেতুতে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত, আহত -৪

পটুয়াখালী
  © টিবিএম

পটুয়াখালীর দুমকীর পায়রা সেতুর টোল প্লাজায় মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে ২ জন যুবক নিহত ও বাকি ৪ জন আহতের ঘটনা ঘটেছে।

নিহত যুবক ইমন(১৬) ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মোল্লার হাট ইউনিয়নের বৈশাখীয়া গ্রামের মো: দেলোয়ার হোসেনের ছেলে। সে এবছরের এইচএসসি পরীক্ষা দিয়েছে। নিহত অপর বাইকের ড্রাইভারের নাম পরিচয় পাওয়া যায় নি। এদিকে ৪ আহতের একজন মিরাজের গ্রামের বাড়ি বরিশালের বানারিপাড়া এলাকায়। অপর ৩ আহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

শুক্রবার(৩০ আগষ্ট) বিকেল সাড়ে ৬ টার দিকে উপজেলার লেবুখালী পায়রা সেতুতে এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, বরিশালের বানারিপাড়া থেকে কয়েকটি মোটরসাইকেল মিলে বন্ধুরা একত্রিত হয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওয়ানা হয়ে লেবুখালী পায়রা সেতুর মাঝামাঝি এলাকায় এলে অপরপ্রান্ত লেবুখালী থেকে ব্রিজের রং সাইড দিয়ে আরেকটি মোটরসাইকেল বরিশালের দিকে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়া দুই মোটরসাইকেলে ৬ জন আরোহী ছিলেন। ঘটনার পরে দ্রুত আহতদের লেবুখালি সেনানিবাসের (সিএম এইচ) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরে আরও ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গুরুতর আহত ৪ জনের অবস্থাও আশংকাজনক।

দুমকি থানা অফিসার ইনচার্জ মো: আব্দুল হান্নান মৃতের তথ্য নিশ্চিত করে বলেন, এঘটনায় ২ জন নিহত হয়েছে এবং ৪ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছে।