প্রবল বর্ষনে বসুন্দিয়ায় ছয়টি গ্রাম প্লাবিত,চাষীদের কয়েক কোটি টাকার লোকসান

যশোর
  © টিবিএম

যশোর সদরের বসুন্দিয়ায় ছয়টি গ্রামসহ পার্শ্ববর্তী অঞ্চলের আরো ৫টি গ্রাম সাম্প্রতিক প্রবল বর্ষণে প্লাবিত হয়েছে। মাছ চাষের ঘের-ভেড়িসহ ভেসে গেছে ফসলী জমি, চাষীদের লোকসান হয়েছে কয়েক কোটি টাকার। গত কয়েকদিনের লাগাতার অতিবৃষ্টি ও প্রবল বর্ষণের কারণে জয়ান্তা, খোলাডাঙ্গা, গাইদগাছি, পদ্মবিলা, ঘুনি, শাখারীগাতি, ধলিরগাতি, প্রেমবাগ, বনগ্রাম প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বসতবাড়ি।

এসব অঞ্চলের বেশিরভাগ মাছের ঘের ভেসে বিশাল জলাকারে পরিণত হয়েছে। সাথে চাষকৃত ঘেরের মাছগুলো বেরিয়ে গেছে উন্মুক্ত জলাকারে। মোটা অংকের পুঁজি খাটিয়ে এবার মহাবিপদে পড়েছেন মাছ চাষীরা। প্রায় পথে বসে গেছেন বেশ কয়েকজন মাছ চাষী। শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায় দূর সীমানা পর্যন্ত জলরাশি একাকার হয়ে বিশাল সমুদ্রের রূপ ধারণ করেছে। দৃষ্টিসীমায় শুধু প্লাবন সাদৃশ্য বিশাল জলাকার। আর এই জলাকারে হারিয়ে গেছে মাছ চাষীদের স্বপ্ন। মারা গেছে ঘের ব্যবসায়ীদের সকল সম্ভাবনা। নির্বাক দৃষ্টিতে অপলকে বিশাল জলরাশির মধ্যে আটকে গেছে তাদের দৃষ্টিশক্তি।

এ সময় কয়েকজন মাছ চাষীদের সাথে কথা বলা হয়। কথা বলা হয় এন,ই,টিপি মৎস্য প্রকল্পের পরামর্শদাতা, যশোর জেলা মৎস্য চাষে পুরস্কারপ্রাপ্ত জয়ান্তার মাছ চাষী ও ঘের ব্যবসায়ী মোঃ মাকিবুর রহমান এর সাথে।তিনি বলেন আমি তৃতীয়বারের মতো প্রতিনিধি হিসেবে মৎস্য চাষে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। বিগত ১০ বছরে এমন দুর্যোগ দেখা যায়নি, এভাবে প্লাবিত হয়ে ঘের-ভেড়ি ভাসতে দেখা যায়নি। এভাবে প্লাবিত হওয়ার কারণে প্রায় কোটি টাকার লোকসান হয়েছে মাছ চাষীদের। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।