সিরাজগঞ্জে শিবিরের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ
  © টিবিএম

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ শহর শাখার অন্তগত শিয়ালকোল সাংগঠনিক থানায় বৈষম্যবিরোধী ছাত্রআনন্দোলের নিহত  ও আহত শিক্ষার্থীদের জন্য দোয়া ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত  হয়।শনিবার (৩১ আগস্ট)  বিকাল ৪ টায় চন্ডিদাসগাতি সৈয়দ আকবর আলী মেমোরিয়াল হাইস্কুল মাঠে এ আয়োজন  করা হয়। সমাবেশে বক্তারা বলেন,বিগত প্রায় ১৬টি বছর জামায়াত শিরিরকে যে পরিমান  জুলুম, অত্যাচার,  হত্যা, গুমসহ এহেন কোন নির্যাতন নেই যা চালোনো হয় নাই।  তার প্রতিটি হত্যার বিচার করা হবে।  গত জুলাই  মাস থেকে ৫ আগস্ট পর্যন্ত অগনিত ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে তার দায়ে স্বৈরাচারী হাসিনা সরকারকে নিতে হবে। খুনি হাসিনাকে ভারত থেকে ফিরে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়।

সমাবেশে থেকে  ২০১৩ সালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পর সিরাজগঞ্জ চন্ডিদাসগাতিেত প্রথম শহীদ মুক্তার হোসেন, শহীদ রুহুল আমিনকে পুলিশ যেভাবে গুলি করে হত্যা করে আবার উল্টো জামায়াত শিবিরের লোকজনকে আসামি করে মামলা দায়ের করেছিল। এর চাইতে বড় জুলুম আর কি হতে পারে?  তাদের খুজে বের করে বিচারের মুখোমুখি করে শাস্তির দাবি জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  সিরাজগঞ্জ শহর শিবির  সভাপতি বিপ্লবী ছাত্র নেতা মোঃ তরিকুল ইসলাম বলেন,ছাত্রশিবির একটি সুশৃংখল ব্যতিক্রম ধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান যা একজন ছাত্রকে আদর্শ, মেধাবী, সৎ, দক্ষ, পরিপূর্ণ খোদা ভিরু  দেশ প্রেমিক তৈরি করে তাই সকল ছাত্রকে দলে দলে শিবিরের ছায়াতলে আশার আহবান জানায়।

শিয়ালকোল সাংগঠনিক থানার সভাপতি আহমদ উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান  অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিরাজগঞ্জ সহর শাখার সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাবেক সদস্য শাহাদত হোসেন ,অত্র শাখার সাবেক ও বর্তমান নেতাকর্মী,ইউনিয়ন, সদর ও জেলা জামাতের নেতৃবৃন্দ।