যশোরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

যশোরে
  © সংগৃৃহীত

জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে যশোর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাবিদ হোসেন।

রোববার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় শহরের দড়াটানা ব্রিজসংলগ্ন এলাকায় ভৈরব নদের পাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি শহরের দড়াটানা থেকে শুরু হয়ে যশোর কুইন্স হাসপাতাল গিয়ে শেষ হয়।

এ সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাবিদ হোসেন বলেন, কিছু মানুষ ড্রেনের ওপরে অবৈধ ঘর তৈরি করে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত করছে। রাস্তার পাশে ফুটপাত দখল করে অবৈধ দোকান দেয়ার ফলে শহরে যানজট হচ্ছে। এ কারণে আজকের এ অভিযান। রাস্তার পাশে ফুটপাত দখলমুক্ত করতে এ অভিযান চলমান থাকবে।

অভিযান পরিচালনার সময় যশোর পৌরসভার প্রকৌশলী কামাল হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।