মোঃ রবিউল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে ছাত্র আন্দোলনে নিহতদের জন্য ছাত্র শিবিরের দোয়া ও আলোচনা সভা 

সিরাজগঞ্জে ছাত্র আন্দোলনে নিহতদের জন্য ছাত্র শিবিরের দোয়া ও আলোচনা সভা 

সিরাজগঞ্জ জেলার সদর উপজেলা ছাত্র শিবিরের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে স্থানীয় বয়রা -ভেন্নাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

উক্ত দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন রতনকান্দি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোঃ বেলাল হোসাইন, উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ জেলা সভাপতি ছাত্র নেতা জনাব মোঃ আলহাজ্ব উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ সদর উপজেলার কর্মপরিষদ সদস্য ও আইন বিষয়ক সম্পাদক জননেতা জনাব মোঃ আনোয়ার হোসেন, সদর উপজেলা জামায়াতের অফিস সম্পাদক জননেতা জনাব মোঃ মিজানুর রহমান, বাগবাটি ইউনিয়ন জামায়াতের আমীর সাবেক ছাত্র নেতা জনাব মোঃ ছানোয়ার হোসেন সহ আরো অনেকে। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দীর্ঘ ১৭ বছর পরে পর নতুন করে বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণে আজ আমরা প্রকাশ্যে কথা বলার সুযোগ পেয়েছি। ২৮ শে অক্টোবর লগি-বইঠা দিয়ে পল্টনে জামায়াতে ইসলামী ও ইসলামি ছাত্র শিবিরের উপর হামলা চালিয়ে সাপের মতো পিটিয়ে হত্যাকরেছে। শুধু তাই নয় মৃত লাশের উপর নিত্য করেছে। কতটুকু অমানবিক হলে মানুষ একাজ করতে পারে। 

তিনি আরও বলেন, ২০০৯সালে ২৫ শে ফেব্রুয়ারিতে পিলখানায় ৫৭ জন সেনা অফিসার সহ মোট ৭১ জন সেনা সদস্যকে নির্মমভাবে হত্যা করে। ২০১৩ সালে শাপলা চত্বরে আলেম ওলামাদের হত্যা করে। এর বিচার করতে হবে। 

তিনি আরও বলেন, ২৪ শে এসে শহিদ আবু সাঈদ, মুগ্ধ, আলী রায়সহ অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করেছে। এই সমস্ত হত্যার বিচার করে সকল অপরাধীকে বিচারের আওতায় এনে তাদের ফাঁসি দিতে হবে। তিনি বলেন, আপনারা আপনাদের সন্তানদের আদশ্য ও চরিত্র হিসেবে দেখতে চাইলে ছাত্র শিবিরের হাতে তুলে দেন। আমরা আমাদের এ দেশকে সুখী সম্মৃদ্ধ দেশ হিসেবে গড়তে চাই। 

তিনি সকল শহীদদের জন্য দোয়া করেন এবং যারা আহত হয়ে এখনো হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন তাদের আশু আরোগ্য লাভের জন্য দোয়া করেন।