দেশ গঠনে প্রাক্তন ছাত্র নেতৃবৃন্দের সাথে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত
- মোঃ রবিউল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি;
- প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১২ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১২ PM
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অর্জিত বিজয় সংরক্ষণ এবং নতুন বাংলাদেশ পূণর্গঠনে প্রাক্তন ছাত্রনেতাদের করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ। শহর জামায়াতের সম্মানিত আমীর অধ্যাপক আব্দুল লতিফ সাহেবের সভাপতিত্বে এবং শহর জামায়াতের সংগ্রামী সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সম্মানিত আমীর জননেতা মাওলানা শাহীনুর আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সম্মানিত সেক্রেটারি অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম এসময় আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি ছাত্রনেতা মোঃ তরিকুল ইসলাম শ্রমিক কল্যান ফেডারেশনের সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ হাফিজুল ইসলাম সহ প্রাক্তন ছাত্র নেতৃবৃন্দ।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি আগামীর বাংলাদেশ গঠনে সাবেক ছাত্র নেতাদের সামনের কাতারে এসে জোরালো ভূমিকা পালন করার আহবান জানান তিনি এ জাতির প্রত্যাশা পুরনে অতীতের ন্যায় সামনের দিনগুলোতেও প্রাক্তন ছাত্র নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ অতিথি তার আলোচনায় প্রাক্তন ছাত্র নেতৃবৃন্দকে দ্রুত মান উন্নয়নের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার আহবান জানান। সভাপতির বক্তব্যে সম্মানিত শহর আমীর ছাত্র জনতার এই অর্জিত বিজয় ধরে রাখতে প্রতিটি নেতাকর্মীকে ময়দানে ভূমিকা রাখার আহ্বান জানান এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপনী ঘোষণা করেন।