শায়েস্তাগঞ্জ প্রান-আরএফএল কোম্পানিতে বেতন বৈষম্যের আন্দোলনে বহিরাগতদের পাশাপাশি বিএনপি নেতাদের  ইন্দনের অভিযোগ। 

শায়েস্তাগঞ্জ
  © সংগৃহীত

শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুরে প্রাণ-আর এফ এল গ্রুপের শ্রমিকরা ৩০ দফা দাবী আদায়ের লক্ষ্যে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছেন। রবিবার সকাল থেকে চলমান এই আন্দোলনে উত্তাপিত দাবী সমুহ বাস্তবায়নের আশ্বাস দিলে বিকেলে আন্দোলন স্থগিত করেন শ্রমিকরা। কিন্তু অজ্ঞাত কারনে সোমবারে কাজে যোগ না দিয়ে আবারও বিক্ষোভে নামেন তারা। খোঁজ নিয়ে জানা যায়, কতিপয় রাজনৈতিক ব্যক্তি নিজেদের স্বার্থ চরিতার্থ করতে শ্রমিকদেরকে উস্কানী দিয়ে যাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওলিপুর এলাকার একাধিক ব্যক্তি জানিয়েছেন, ব্রাহ্মনডোরা ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম রানা, তার ছেলে এস এম সাব্বির, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান মাসুম, খন্দকার আব্দুল্লাহ পারভেজ সহ কতিপয় ছাত্রদল কর্মী সরাসরি কোম্পানির ভিতরে অবস্থান নিয়ে শ্রমিকদেরকে উস্কানি দিয়ে যাচ্ছেন।

আন্দোলনের একাধিক ভিডিও বিশ্লেষণ করে এর সত্যতা পাওয়া যায়। ভিডিওতে দেখা যায় শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক খলিলুর রহমান মাসুম ও আব্দুল্লাহ পারভেজ কোম্পানির ভিতরে শ্রমিক মাঝে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন। অন্য একটি ভিডিওতে ব্রাহ্মণডোরা ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম রানাকে কোম্পানির ভিতরে প্রবেশ করতে সিকিউরিটি গার্ড কর্তৃক বাধা প্রদানের অভিযোগ করতে শোনা যায়।