নোয়াখালীতে সাবেক ইউপি সদস্যকে ঘিরে অপপ্রচার; তীব্র নিন্দা ও প্রতিবাদ 

নোয়াখালী
  © সংগৃহীত

নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের করিমপুর গ্রামের মিঞাঁজান ভূঁইয়া বাড়ির প্রবাসী মনসুর ভূঁইয়ার বসত ঘরে গত ৬ই আগষ্ট (মঙ্গলবার) রাতে সংঘবদ্ধ একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে এক ভয়াবহ ডাকাতি সংগঠিত করে। এই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে একটি কুচক্রী মহল ওই এলাকার সাবেক ইউপি সদস্য ফিরোজ আলম স্বপন এর নাম জড়িয়ে একটি ভূঁইপোড় পত্রিকায় সংবাদ প্রকাশ করে। যার শিরোনাম হচ্ছে  'নোয়াখালী সদর আ'লীগের সাবেক মেম্বারের নেতৃত্বে তার বাহিনী দিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি'- এমন তথ্য-প্রমাণহীন মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাবেক ইউপি সদস্য ফিরোজ আলম স্বপন।

তিনি বলেন, এই ঘটনার সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। আমি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। একইসাথে মানহানিকর ও ভিত্তিহীন সংবাদ প্রকাশকারী ব্যক্তির বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। এবিষয়ে জানতে চাইলে, ভুক্তভোগী পরিবারের সদস্য পারুল বেগম (৪৮) বলেন, স্বপন মেম্বারের সাথে আমাদের সুসম্পর্ক। তার বিরুদ্ধে আমরা কোথাও কোনো অভিযোগ করিনি। কে বা কাহারা এটা করেছে আমাদের জানা নাই। এমন মিথ্যা সংবাদ প্রকাশ করা দু:খজনক।

স্থানীয়রা জানান, এওজবালিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার থাকাকালীন সময়ে ফিরোজ আলম স্বপন মানুষের সাথে সুসম্পর্ক রেখে চলেছেন। তার অতীত রেকর্ড কখনো খারাপ ছিল না। তার বিরুদ্ধে  কুচক্রী মহল এটি সাজিয়েছে। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এসব ঘটনার বিচার হোক।