পদ্মায় নৌকাডুবি : নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:০২ AM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:০২ AM
পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ হওয়া চার শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে তাদের স্বজনরা। সোমবার রাত ১১টার দিকে আরেকটি চর থেকে তাদের মরদেহগুলো পাওয়া যায়। পদ্মা নদীর চরখানপুরে প্রথমে রাজশাহীর পবা উপজেলার চর মাজারদিয়াড় গ্রামের এনামুল হকের ছেলে রাজু (২২), খলিলের ছেলে মোহাম্মদ আলীকে (৩৮) পাওয়া যায়। পরে এন্তাজুলের ছেলে সবুজ (২১) ও কালামের ছেলে ফারুকের (১৮) মরদেহ পাওয়া যায়।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে নিখোঁজ সবুজের বোনের স্বামী মেজারুল ইসলাম বলেন, আমরা ঘটনার পর থেকে নদীতে নৌকা নিয়ে টহল দিয়েছি। সোমবার ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে তাদের খুঁজে পায়নি। রাত সাড়ে ১০টার দিকে রাজু ও মোহাম্মদ আলীর মরদেহ ভেসে ওঠে। পরে ফারুক ও সবুজের মরদেহ পানিতে ভেসে ওঠে। সেখান থেকে নৌকাতে করে আমরা তাদের মরদেহ আমাদের চরে নিয়ে আসি। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জানাজা শেষে দাফন করা হয়।
এর আগে রোববার দুপুরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, ভরা মৌসুমে নদীর তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এই কারণে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
পবা উপজেলার ৪ নম্বর হরিপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার হুমায়ুন কবির বলেন, রাতে তাদের মরদেহগুলো পানিতে ভেসে উঠে। পরে স্বজনরা উদ্ধার করে বাড়িতে রাখে। চর মাজারদিয়াড়ে পাশাপাশি চারটি কবর করা হয়েছে। সেখানে জানাজা শেষে দাফন করা হয়েছে।
তিনি আরও বলেন, পদ্মার এখন ভরা মৌসুম। পানি স্রোত অনেক। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেও তাদের উদ্ধার করতে পারেনি। পরে তাদের স্বজনরা উদ্ধার করেছে। রোববার রাত আটটার দিকে অতিরিক্ত স্রোতের কারণে ১৬জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। ১২ জন সাঁতরে পাড়ে উঠলেও চারজন নিখোঁজ হয়ে যান।