মাগুরা সদর থানার ওসিকে প্রত্যাহারের দাবীতে পুলিশ সুপারের নিকট ছাত্রদের স্মারকলিপি 

মাগুরা
  © টিবিএম

মাগুরায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আন্দোলনকারী ছাত্রদের উপর পুলিশি নির্যাতন ও আওয়ামী সন্ত্রাসীদের মদদ দাতা সদর থানার ওসি মেহেদী রাসেলকে ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার সহ দুই দফা দাবী নিয়ে পুলিশ সুপারের নিকট স্মারকলিপি পেশ করেছে সাধারণ ছাত্রছাত্রীরা। মঙ্গলবার ৩ সেপ্টেম্বর দুপুর ১ টায় জেলার সাধারণ ছাত্রছাত্রীরা একটি মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে আসে। সেখান থেকে ১০ সদস্যের একটি দল পুলিশ সুপারের কক্ষে গিয়ে ৪ ও ৫ তারিখে ছাত্রদের উপর পুলিশ আওয়ামী সন্ত্রাসীদের অমানবিক নির্যাতনের তথ্য একেএকে উপস্থাপন করেন। শেষে তাদের দুই দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি পুলিশ সুপারের নিকট জমা দেন।

দাবী সমুহ হলো-১!সদর থানার ওসি যার হাত ছাত্র জনতার রক্তে রঞ্জিত এবং ছাত্রদের টর্চার কারী মোঃ মেহেদী রাসেলকে ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার। ২! মাগুরায় ৪ ও ৫ আগস্টে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক হত্যাকান্ডের জন্য পুলিশবাদী মামলা করা ও সন্ত্রাসীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা। পরে ছাত্রদের পক্ষ থেকে সাদেকুর রহমান খান সাদী বলেন,"আমরা গত ৪ ও ৫ আগষ্ট মাগুরায় পুলিশ কর্তৃক ছাত্রদের উপর হামলা ও নির্যাতনের মদদদাতা সদর থানার ওসি মোঃ মেহদী রাসেলকে ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার চেয়েছি পরে পুলিশ সুপারের সাথে আলোচনার মাধ্যমে সময় ৩ দিন করা হয়েছে। এর মধ্যে যদি আমাদের দাবী মানা না হয় তবে আমরা আরো দূর্বার আন্দোলন করতে বাধ্য হবো আর তখন এর যাবতীয় দায় দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে।