শায়েস্তাগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ
- শামছুল আলম রিপন হবিগঞ্জ প্রতিনিধি;
- প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৩ PM , আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৩ PM
শায়েস্তাগঞ্জে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক এবং ২০২৪-২৫ অর্থবছরে প্রনোদনা কর্মসূচির আওতায় খরিফ-২ মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই, গ্রীষ্মকালীন পেয়াজ এবং উফশী আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এই প্রনোদনা বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রনোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা। স্বাগত বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসেন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মইনুল হাসান রতন শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মুহিন (শিপন), শামছুল আলম রিপন সহ জনপ্রতিনিধি ও কৃষকবৃন্দ।
এসময় ১৬০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে উফসী আমন ধানের বীজ, ২০ কেজি সার এবং নগদ ১০০০ টাকা এবং ৭০ জন কৃষককে ৫ কেজি করে মাসকলাই বীজ, ১৫ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়। এসময় ৩০ জন কৃষকের মাঝে পরবর্তীতে ১ কেজি করে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ এবং ২০ কেজি সার করা হবে বলে জানান।