শায়েস্তাগঞ্জে মাছের পোনা অবমুক্ত

হবিগঞ্জ
  © টিবিএম

শায়েস্তাগঞ্জে ২০২৪-২৫ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২ টি নদী ও ৮ টি পুকুরে বিভিন্ন প্রজাতির ২৬৪ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলার খোয়াই নদীতে ৯০ কেজি পোনা মাছ অবমুক্ত করে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট বিভাগীয় উপপরিচালক আনোয়ার হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা মৎস কর্মকর্তা ওয়াহেদুজ্জামান মজুমদার, শায়েস্তাগঞ্জ উপজেলা মৎস কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা, মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক দিদারুল আলম, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, শায়েস্তাগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ আব্দুস শহিদ, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মুহিন শিপন শামছুল আলম রিপন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরবর্তীতে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা ও সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ভুইয়ার উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের পুকুরে ৩০ কেজি, সুতাং নদিতে ৬০ কেজি এবং আশ্রয়ন প্রকল্পের ৮ টি পুকুরে ৮৪ কেজিসহ মোট ২৬৪ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।