মাঝপথে ইঞ্জিন বিকল, চট্টগ্রামে ফিরছে কলম্বোগামী জাহাজ
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪২ PM , আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪২ PM
মাঝপথে ইঞ্জিনের ত্রুটির কারণে চট্টগ্রাম বন্দরে ফিরছে কলম্বোগামী জাহাজ এইচ আর ফারহা। জাহাজটি শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে বা শনিবার সকালের মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) শ্রীলংকার কলম্বো বন্দরে উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ত্যাগ করে জাহাজটি। আগামী ৮ সেপ্টেম্বর কলম্বো পৌঁছার কথা কিন্তু ১৫ ঘণ্টা চালানোর পর ইঞ্জিনে ক্রুটি দেখা দেয়। তাই ঝুঁকি না নিয়ে চট্টগ্রাম ফিরে আসার সিদ্ধান্ত নেয়।
এইচ আর লাইনের কর্মকর্তারা জানান, সমস্যা শনাক্ত করে মেরামত শেষে আবারও গন্তব্যের উদ্দেশ্যে রওনা করবে জাহাজটি। তবে বড় ধরনের সমস্যা হলে অন্য জাহাজে করে ৬২৪টি কন্টেইনার কলম্বো পৌঁছানো হবে।