ভয় দেখিয়ে কৌশলে শিশু ধর্ষণ" শিশু ধর্ষণের দায়ে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক

কক্সবাজার
  © টিবিএম

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয় দেখিয়ে এক শিশুকে (মাদ্রাসা ছাত্র) ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। শিশুটি স্থানীয় এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে এই ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা।

শিশুটি উখিয়া ১৫ নং রোহিঙ্গা ক্যাম্পের নুর আলমের ছেলে মোহাম্মদ ইব্রাহিম (০৮)। শিশুটি মাদ্রাসার ছাত্র ছিলেন।গ্রেপ্তারকৃত মাদ্রাসা শিক্ষক ১৫ নং রোহিঙ্গা ক্যাম্পের গুরামিয়ার ছেলে শিক্ষক নুর মোহাম্মদ (২৮)। তিনি মাদ্রাসার শিক্ষক। জানা যায়- মাদ্রাসার অন্যান্য ছাত্রদের ঘুমিয়ে থাকার সুযোগে কৌশলে নিজের বিছানায় নিয়ে যায় এবং ভয় দেখিয়ে শিশুটিকে পায়ুপথে ধর্ষণ করে মাদ্রাসা শিক্ষক।

৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জানান- বুধবার সকালে উখিয়া ক্যাম্প-১৫ এর এফ/১ ব্লকস্থ আব্দুল্লাহ বিন মসউদ মসজিদ সংলগ্ন মাদ্রাসার এক শিক্ষক কর্তৃক মাদ্রাসার এক ছাত্রকে ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। অভিযোগের পরপরই অভিযুক্ত নুর মোহাম্মদকে জামতলী পুলিশ ক্যাম্প-১৫ এর সিমকার্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।