সিরাজগঞ্জে জামায়াতের সীরাতুন্নবী (স) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- মোঃ রবিউল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি;
- প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০২ PM , আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:০২ PM
বাংলাদশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার ১২নং ওয়ার্ড এর উদ্যোগে আজ ১৩ই সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকেল ৩.০০ টা থেকে কালীবাড়ী কড়িতলা মসজিদ মাঠে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষ্যে রাসূলুল্লাহ (সাঃ) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ। শাখা সভাপতি মোঃ হাফিজুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ শহর জামায়াতের সম্মানিত আমীর অধ্যাপক আব্দুল লতিফ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ শহর জামায়াতের সম্মানিত সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ।
প্রধান অতিথি তার আলোচনায় বলেন ন্যায় ও ইনসাফপূর্ণ দেশ গঠনে রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর আদর্শই উত্তম আদর্শ তিনি একাধারে যেমন একজন সফল সেনাপতি সফল রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন পাশাপাশি তিনি ছিলেন একজন সফল পিতা ও সফল স্বামী সমাজ পরিবর্তনের এক অগ্রনায়ক তাই আমরা আমাদের এই ঘুনে ধরা সমাজকে যদি পরিবর্তন করতে চাই তাহলে আমাদেরকে সেই নবীর আদর্শকেই অনুসরণ করতে হবে যিনি মানবজাতির জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন ।
বিশেষ অতিথি তার আলোচনায় বলেন রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনেই রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ আর সেই আদর্শকে বুকে ধারণ করে আমাদের পথ চলতে হবে। এছাড়াও ওয়ার্ড নেতৃবৃন্দ রাসূল (সাঃ) এর জীবনীর উপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। পরিশেষে সভাপতি তার বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।