হাতিয়ায় ১০ ট্রলারডুবি, ৩ জেলের মরদেহ উদ্ধার

আবহাওয়ার
  © ফাইল ফটো

বৈরী আবহাওয়ার কবলে পড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রায় ১০টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত এসব ট্রলার ডুবির ঘটনা ঘটে। উদ্ধার হওয়া মরদেহের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। 

এ ঘটনায় অনেকে নিখোঁজ রয়েছেন। এছাড়াও ট্রলারগুলো থেকে ৩০ জন মাঝি-মাল্লা ও জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

জেলা প্রশাসন সূত্র মতে, গত কয়েকদিনে উপজেলার বিভিন্ন ঘাট থেকে গভীর সাগরে যায় অনেকগুলো মাছ ধরার ট্রলার। বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার সকাল থেকে বিভিন্ন ঘাটে ফিরতে শুরু করে ট্রলারগুলো। সন্ধ্যায় ঘাটে ফেরার সময় ঝোড়ো হাওয়া ও ঢেউয়ের তোড়ে কয়েকটি ট্রলার ডুবে যায়। রাত থেকে সকাল পর্যন্ত আরও কয়েকটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে অনেকে তীরে ফিরতে পারলেও তিনজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। 

হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা জানান, বৈরী আবহাওয়ার কবলে পড়ে প্রায় ১০টি ট্রলার ডুবে গেছে। এর মধ্যে একটি মালবাহী ট্রলারও ছিলো। অনেকে তীরে ফিরে এসেছে। তবে এখনো অনেক জেলে নিখোঁজ রয়েছেন। তাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। তবে তাদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি। বৈরী আবহাওয়ার কবলে পড়ে এসব ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। আমরা সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছি।

জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত ১২ ঘণ্টায় নোয়াখালীতে প্রায় ৮৭ মি. মি. বৃষ্টিপাত হয়েছে। এতে জেলার জলাবদ্ধতা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ থাকায় আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।