নোয়াখালীতে বন্যার্তদের পাশে বিএনপি নেতা মোহাম্মদ ইউসুফ

নোয়াখালী
  © টিবিএম

নোয়াখালী সদর উপজেলার ৮নং এওজবালিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফের পক্ষ থেকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় দুই সহস্রাধিক মানুষের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

বন্যাকালীন সময়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সরেজমিনে উপস্থিত থেকে মানুষের মানুষের এসব উপহার সামগ্রী প্রদান করেন তিনি। 

তিনি বলেন, ভয়াবহ বন্যায় যখন মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন-যাপন করছেন তখন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান এর নির্দেশনা অনুযায়ী এওজবালিয়া ইউনিয়নের বন্যার্তদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণে অংশগ্রহণ করি। যতদিন পর্যন্ত দুর্যোগকালীন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসবে ততদিন পর্যন্ত দলমত নির্বিশেষে এই ইউনিয়নের মানুষের পাশে থাকবো। 

জানা যায়, দীর্ঘদিন থেকে ইউনিয়ন বিএনপির এই নেতা হতদরিদ্রদের মাঝে বিভিন্নভাবে আর্থিক সাহায্য-সহযোগিতা করে আসছিলেন।