ডেঙ্গু রোগ যন্ত্রণাদায়ক ও কষ্টকর- মোজাম্মেল হক চৌধুরী
- ফটিকছড়ি প্রতিনিধি;
- প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৩ PM , আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৩ PM
ডেঙ্গু রোগে আক্রান্ত ব্যক্তি বুঝতে পারেন ডেঙ্গু কতটুকু যন্ত্রণাদায়ক ও কষ্টকর,আমাদের চারপাশে যে সমস্ত নালা-নর্দমা, বাড়ির ছাদবাগান, ডোবা এবং যেখানে ময়লা পানি জমে থাকে সেগুলো সনাক্ত করে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করার পদক্ষেপ নিতে হবে বলে আলোকপাত করেছেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী।
রবিবার(১৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ফটিকছড়ি পৌরসভায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ কল্পে এক জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।
প্রধান অতিথি আরো বলেন, নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছেন, তাদের স্বপ্ন পূরণে ডেঙ্গু আক্রান্ত হয়ে যাতে কেউ মৃত্যুবরণ না করে সেদিকে লক্ষ্য রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে ডেঙ্গুর বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করতে হবে,তাই ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে সকলকে সচেতন থাকতে হবে। এছাড়া প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগ হতে প্রেরিত ডেঙ্গু সহ মশাবাহিত রোগের বিস্তার প্রতিরোধে পূর্বের ১৬ টি নির্দেশনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো: মেজবাহ উদ্দিন। আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরেফিন আজিম , ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ফটিকছড়ি পৌরসভার পুরুষ ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরবৃন্দ, ফটিকছড়ি উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী, কৃষি কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা, বিভিন্ন এনজিওর প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, বিভিন্ন সমাজসেবা সংগঠনের প্রতিনিধি, বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকের প্রতিনিধি, ফটিকছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব এবং ফটিকছড়ি পৌরসভার সহকারী প্রকৌশলী, পৌর নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরেফিন আজিম বলেন, গত বছরের তুলনায় এই বছর ডেঙ্গুর প্রকোপ কম। তাই বলে আমাদের বসে থাকার সুযোগ নেই। আমাদের আরো জনসচেতনতা বাড়াতে হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অনুষ্ঠানের সভাপতি ডেঙ্গু প্রতিরোধে সকলের আন্তরিক সহযোগিতা ও সুস্বাস্থ্য কামনা করেন।