উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল ২ জনের
- রবিউল আলম ফাহিম , কক্সবাজার প্রতিনিধি;
- প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৬ PM , আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৬ PM
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে অস্ত্রধারীদের গুলিতে পৃথক-স্থানে দুজন নিহত হয়েছে। প্রাথমিক তথ্যের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রোহিঙ্গাদের দুটি সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যের পুরোনো বিরোধের জেরেই এসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
রবিবার মধ্যরাতে উখিয়ার কুতুপালং লাল পাহাড়ে এবং সোমবার ভোরে উখিয়ার জামতলী ক্যাম্পে দুটি ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শামীম হোসেন।
নিহতরা হলেন, ৪ নম্বর এক্সটেনশন ক্যাম্পের সি-১ ব্লকের রশিদ আহমেদের ছেলে কবির আহমেদ (২৭) এবং জামতলী ১৫ নম্বর ক্যাম্পের মৃত হাবিবের ছেলে নুর বশর (৫৪)।
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি ও গুলিতে নিহতের ঘটনা নতুন নয়। মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের হাত থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে প্রায়ই বিরোধের ঘটনা ঘটে। ক্যাম্পে গোপনে কাজ করা সন্ত্রাসী দলগুলোর বিরোধেও সেখানে হত্যাকাণ্ড ঘটানো হয়।
চলতি মাসের ১১ তারিখও ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-২৫ ব্লকের মারকাজ মসজিদ সংলগ্ন এলাকায় গুলিতে দুইজন নিহত ও একজন আহত হয়।
ওসি শামীম হোসেন জানান, রবিবার দিবাগত রাত ১ টা ৪০ মিনিটের দিকে ১৫ নম্বর ক্যাম্পের ঘর থেকে নুর বশরকে বের করে নিয়ে যায় ৩০/৪০ জন অস্ত্রধারী। এরপর তাকে রাস্তার উপর নিয়ে গুলি করে। যার মধ্যে একটি গুলি বুকের বাম পাশে এবং অন্যটি বাম পাশের কোমরে লেগে ঘটনাস্থলেই মারা যান বশর।
অন্যদিকে ভোরে কবির আহমেদকে ক্যাম্পের ঘরের সামনে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে সন্ত্রাসীরা।
লাশ দুটিই ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
হত্যার কারণ সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে সন্ত্রাসী গোষ্ঠী আরসা ও আরএসও’র মধ্যে পুরোনো বিরোধের জের ধরে এসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।