পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

বৈষম্যবিরোধী
  © ফাইল ফটো

পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচ জন ছাত্র আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন রেদওয়ান আহম্মেদ (২২), স্বাধীন (২০), মাশরাফি (১৯), বাকি দুজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৩টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কেন্দ্রীয় সমন্বয়কদের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময় সভা শুরু হলে দুই গ্রুপের মধ্যে কথা-কাটাকাটি ও হামলার ঘটনা ঘটে। এতে পাঁচ শিক্ষার্থী আহত হন। আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, সানজানা আফিফা অদিতি ও এস এ সাঈদ প্রমুখ।

এ বিষয়ে ছাত্র আন্দোলনের নেত্রী আসমা আরা মিতু বলেন, ‘আমাদের আন্দোলনে যখন বিজয় আসছে, তখন আমাদের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে পড়ে। তারাই আজকে এই হামলার ঘটনা ঘটিয়েছে।’

আরেক নেত্রী জান্নাত রোশনী বলেন, ‘এত নেতাকর্মী আগে ছিল না। আজকে যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা হলো সুযোগ সন্ধানী। সুযোগ বুঝেই তারা এ ঘটনা ঘটিয়েছে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘মতবিনিময় সভায় কোনও হামলার ঘটনা ঘটেনি। ছাত্ররা ভেতরে বসা নিয়ে হাতাহাতি করেছে।’