সিরাজগঞ্জে জুলাই বিপ্লবে নিহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ
আলোচনা সভার চিত্র  © টিবিএম

সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে জুলাই বিপ্লবের ছাত্র জনতার শহিদ ও আহতদের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ সদর উপজেলার মজলিশে শুরার অন্যতম সদস্য ও বাগবাটি ইউনিয়ন জামায়াতের আমীর সাবেক ছাত্র নেতা জনাব মাওলানা মোঃ ছানোয়ার হোসেন এর সভাপ্রতিত্বে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা মোঃ শাহীনুর আলম, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি জনাব মোঃ আলহাজ্ব উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ সদর উপজেলার লিগাল এইড সম্পাদক জননেতা জনাব মোঃ আনোয়ার হোসেন সহ আরো অনেকে। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা মোঃ শাহীনুর আলম বলেন, দীর্ঘ গণআন্দোলন ছিল বাংলাদেশের মুক্তির আন্দোলন। এদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারতনা। এদেশের মানুষের ভোটাধিকার কেরে নেয়া হয়ছিল। দীর্ঘ পনেরো বছর পর বাংলাদেশের ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে এদেশ স্বাধীন করেছে। তাদেরকে আমি মোবারক বাদ জানাই।

তিনি আরও বলেন, এদেশের মানুষের শত্তিকারের মুক্তির জন্য ইসলাম এর কোন বিকল্প নেই। তাই আমাদের সবাইকে ঐক্য বদ্ধ হতে হবে। তানাহলে এদেশের মানুষের কোন অধিকার প্রতিষ্ঠা করা যাবেনা। তাই আসুন সকল ভেদাভেদ ভুলে আমরা যেভাবে সকলে মিলে এ দেশটাকে স্বাধীন করেছি সেভাবে সকলে মিলে এ দেশটাকে গড়ে তুলি।

প্রধান বক্তা আলহাজ্ব উদ্দিন বলেন, ছাত্র জনতার গনঅভ্যুত্থানে এদেশের মানুষের মুক্তি হয়েছে। আমরা আজ উপলব্ধি করতে পেরেছি ঐক্য বদ্ধ জাতি কত শক্তিশালী। তাই নানাভাবে আমাদের ঐক্য বিনষ্ট করা হয়েছে। ভাগ করো শাসন করো এ নীতি প্রয়োগ বহিঃশক্তি দীর্ঘ দিন আমাদের শাসন করেছে। তাই আমরা আলাদা হলে আমাদের সকলের ক্ষতি। আর আমরা যদি এক থাকতে পারি তাহলে আমরা সকলে উপকৃত হব।

তিনি আরও বলেন, তরুণ ছাত্র জনতার জীবন দিয়ে প্রমাণ করেছে এদেশ কারো আধিপত্য ও প্রভূত্ব মানবেনা। তাই তাদের আশা আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠন করতে আমরা সর্বদা বদ্ধপরিকর। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশ ও জাতির যে কোন প্রয়োজনে ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। 

বিশেষ অতিথি জনাব আনোয়ার হোসেন বলেন, এ জাতি বীরের জাতি। এ জাতি কখনো ভীনদেশের আধিপত্য মানে নাই এবং কখনো মানবে না।তিনি ছাত্র জনতার আত্বত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং যারা আহত হয়ে এখনো হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন তাদের আশু আরোগ্য লাভের জন্য দোয়া করেন। 

সভাপতির বক্তব্যে মাওলানা ছানোয়ার হোসেন বলেন, আমি দোয়া ঐ সকল ভাই বোনদের যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে জীবন দিয়েছেন। তাদের রুহের মাগফেরাত কামনা করছি। যারা আহত হয়ে এখনো হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন তাদের আশু আরোগ্য কামনা করছি। তিনি বলেন বাংলাদেশের বীর ছাত্র জনতার গনঅভ্যুত্থানে এদেশের মানুষের মুক্তি হয়েছে। আর যেন এদেশে কোন স্বৈরাচার তৈরি না হয় সেটা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।