সিরাজগঞ্জের বেলকুচিতে

জামায়াতে ইসলামী'র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে মাহ্ফিল ও আলোচনা সভা

সিরাজগঞ্জ
সিরাত মাহফিলের আলোচনা  © টিবিএম

রাসুলুল্লাহ্ (সা.) জীবন আদর্শই মানবতার কল্যাণের জন্য একমাত্র এহকালীন শান্তি ও পরকালীন মুক্তির পাথেয়।ধুকুরিয়াবেড়া ইউনিয়ন জামায়াতের ২নং ওয়ার্ডের কল্যাণপুর-কান্দাপাড়া বাজার জামে মসজিদে সিরাতুনন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল ও দো'য়া অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আমীর মাওঃ আমিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সিরাত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,

বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেন্দ্রীয় মজলিশে শু'রা সদস্য, সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর মুহতারাম অধ্যক্ষ মোঃ আলী আলম। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা আমীর মুহতারাম আরিফুল ইসলাম সোহেল।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,বেলকুচি উপজেলা সেক্রেটারি মাওঃ আবুল হাশেম সরকার,সহকারী সেক্রেটারি মাওঃ মাহবুবুর রশিদ শামীম,জামায়াত নেতা মাওঃ আবুল হোসাইন ভূঁইয়া,মুহাদ্দেস মাওঃ লুৎফর রহমান,মাওঃ আব্দুল আলীম ও কফিল উদ্দিন আকন্দ প্রমূখ।

সিরাত মাহফিলে জামায়াত নেতৃবৃন্দ বলেন, হযরত মুহাম্মাদ রাসুলুল্লাহ্ (সা.) এর জীবন আদর্শই মানবতার কল্যাণের জন্য একমাত্র এহকালীন শান্তি ও পরকালীন মুক্তির পাথেয়।