তেঁতুলিয়ায়  অজ্ঞানপার্টির খপ্পরে একই পরিবারে শিশুসহ ৬ জন অসুস্থ

তেঁতুলিয়া
  © টিবিএম

তেঁতুলিয়ায় অজ্ঞানপার্টিও খপ্পরে পড়ে একই পরিবারে শিশুসহ ৬জন গুরুত্বর অসুস্থ। অসুস্থরা হলেন সাকিব (২৭), বেবি (৪৫), স্বপন (৩৪), শোভা (২০), শিফা (৪) ও সাফি ২ বছর ৬ মাস। তাদের সকলের বাড়ি শালবাহান ইউনিয়নে নামাগছ  গ্রামে। পরিবারের লোকজন সূত্রে জানা যায় আজ মঙ্গলবার সকালে নাস্তা খাবার কিছুক্ষণ পরে সবাই ঘুমে আচ্ছন্য হয়ে ঢলে পড়ে এবং এক পর্যায়ে বেলা ১১ টার পরও তাদের ঘুম ভাঙ্গেনি। তাদের চেতন হবার জন্য ডাকাডাকি করেন। কিন্তু তখনো চোখ না খোলায় দুপুর তেঁতুলিয়া হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রেফার করেন। 

এ ঘটনায় বাড়িতে থেকে কোন জিনিসপত্র খোঁয়া গেছে কিনা তা জানা যায়নি। তেঁতুলিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান পরিবারের লোকজনের বক্তব্য এবং রোগীর সিমটম দেখে মনে হচ্চে তাদের কোন নেশা জাতীয় ওষুধ মেশানো খাবার খেয়ে এমন অবস্থা হয়েছে।