মন্দিরের প্রতীমায় ক্ষতিসাধনের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি ভারতীয় নন, বাংলাদেশি: 

ফরিদপুর
  © ফাইল ফটো

ফরিদপুরের ভাঙ্গায় গত শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ভাঙ্গা বাজারস্থ হরি মন্দির ও কালি মন্দিরে নির্মিতব্য দুর্গা প্রতিমায় ক্ষতিসাধনের ঘটনায় গ্রেপ্তার সঞ্জিত বিশ্বাস (৪৫) ভারতীয় নন, বাংলাদেশের নাগরিক। আটক সঞ্জিত গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার নিজামকান্দী গ্রামের নিশিকান্ত বিশ্বাসের ছেলে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আজ এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা পুলিশ। এর আগে গতকাল সোমবার এক প্রেসবিজ্ঞপ্তিতে সঞ্জিত বিশ্বাস ভারতীয় নাগরিক হিসেবে দাবি করেছিল জেলা পুলিশ। তাতে বলা হয়েছিল সঞ্জিত ভারতের পশ্চিবঙ্গের নদীয়া জেলার বাসিন্দা।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শৈলেন চাকমা জানান, সঞ্জিত বিশ্বাস ভারতীয় নাগরিক এ বিষয়ে আমরা নিশ্চিত হতে পারিনি। তিনি যে প্রতিমায় ক্ষতিসাধন করেছেন সে ব্যাপারেও আমরা নিশ্চিত নই। তবে ওই ব্যক্তিকে উন্মাদ বলে মনে হয়েছে।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায়, গত সোমবার বিভিন্ন পত্রিকা ও মিডিয়াতে প্রকাশিত হলে সঞ্জিত বিশ্বাস (৪৫) এর ছবি দেখে তার বাবা নিশিকান্ত বিশ্বাস (৭২) জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে জানান যে, আটককৃত ব্যক্তি তার ছেলে। তিনি (সঞ্জিত) মানসিকভাবে অসুস্থ। তিনি আরও জানান, প্রায় ২৪/২৫ বছর বয়সে কাজের উদ্দেশ্যে ভারতে গিয়ে অনেকদিন সেখানে ছিলেন পরবর্তীতে দেশে ফিরেন। তিনি প্রায় ৪ বছর পূর্বে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আর বাড়িতে ফিরে আসেননি এবং পরিবারের সঙ্গে তার কোন যোগাযোগ নাই।

প্রসঙ্গত, গত শনিবার দিবাগত রাতে ভাঙ্গা বাজারে অবস্থিত হরি মন্দিরের কার্তিক ঠাকুরের হাতের আঙুল, ময়ূরের গলা মোচড়ানো, ঘোড়ার কান ও আঙুল, অসুরের হাতের আঙুল এবং ভাঙা থানার সামনে অবস্থিত কালি মন্দিরের গণেশের হাতের আঙুল ও শুঁড় ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে জিডির ভিত্তিতে গত রোববার সঞ্জিত বিশ্বাসকে আটক করে সন্দেহজনক ধারায় (১৫১) গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেয় পুলিশ।