ঈশ্বরদীতে আধিকার আদায়ে অধিকার বঞ্চিত নাগরিক কমিটির আত্মপ্রকাশ

পাবনা
  © টিবিএম

পাবনার ঈশ্বরদীতে অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায় ও সকল প্রকার সরকারি সহায়তা নিশ্চিত করতে অধিকার বঞ্চিত নাগরিক কমিটি নামে একটি সাসাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। 

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকাল পাঁচটার দিকে পৌর শহরের খন্দকার মার্কেট হলরুমে এক মতবিনিময় সভায় প্রায় শতাধিক নিম্ন পর্যায়ের অধিকার বঞ্চিত মানুষের উপস্থিতিতে ইয়ারুল ইসলাম ঠান্ডা শাহকে আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি করে সংগঠনের আত্মপ্রকাশ ঘোষনা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা রাগীব আহসান রিজভী। 

ইয়ারুল ইসলাম ঠান্ডা শাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত প্রধান অতিথি সচেতন নগরবাসী ফোরাম নামে আরেকটি সংগঠনের আহবায়ক অধ্যাপক রাজিবুল আলম ইভান ও সদস্য সচিব কমরেড জুয়েল হোসেন সোহাগ এই সংগঠনের প্রেক্ষাপট ও যৌক্তিকতা তুলে ধরেন। তারা বলেন, আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। যেহেতু নানা বৈষম্যকে ঘিরে যখন এত আন্দোলন সংগ্রাম সেহেতু আমরা আমাদের অধিকার আদায়ের জন্যও একত্রিত হবো। আমরা প্রতিনিয়ত আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। আজ থেকে এই অধিকার আদায়েই নতুন করে সংগ্রাম শুরু করতে চাই। সরকারি কোন সহায়তা থেকে আমার বৃদ্ধ বাবা-মা বোন যেন বঞ্চিত না হয় তা নিশ্চিত করবে এই অধিকার বঞ্চিত নাগরিক কমিটি সংগঠন।

আয়োজিত এ মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন অধিকার বঞ্চিত নাগরিক কমিটির সদস্য সচিব (প্রস্তাবিত) কায়দে আজম।